কলাভবনের সামনের কৃষ্ণচূড়ার লাল কিংবা,
অপরাজেয় বাংলার পিছনের কাঁঠালচাপার হলুদ;
কোন রং-ই আর মনে ধরেনা। প্রেয়সীর বিরহে
চাতক পাখির মতো পথচেয়ে থাকা উদাসী প্রেমিকের।
নির্ঘুম রজনী কেটে যায় তার ভাবনায়। স্বপ্নে
আসে আবার যায় চলে,
লুকোচুরি খেলে তার সাথে। উদাসী প্রেমিকের
চোখের নিচে কালসিটে দাগ দেখা দেয় তবুও
দেখা দেয়না তার প্রেয়সী!!!
যমুনা ৮০০৩, বিজয় একাত্তর,
ঢাকা বিশ্ববিদ্যালয়
Post a Comment