হৃদয় মাঝে থাকে যদি
ভালোবাসার ছায়া,
ঝগড়া ঝাটি করার পরও
যায় না কমে মায়া।
ঝগড়া ঝাটি কান্নাকাটি
এসব হলে তবু,
প্রিয়জন তার প্রিয়জন কে
যায় না ভুলে কভু।
হয় আবেগে নয়তো জেদে
গোমড়া হয়ে বসে,
এতো মায়ার বাঁধন যেনো
পড়ে নাকো খসে।
মাঝে মাঝে এদিকওদিক
একটু আধটু হবে,
তাই বলে কি গোমড়া হয়ে
চুপটি মেরে রবে।
এমন করে আর কতো দিন
চুপটি রবে বলো,
আমাদের সেই হাসিখুশি
ফিরিয়ে আনি চলো।
শাহজালাল উপশহর, সিলেট।
০১লা জুন ২০১৬ ঈসায়ী।
Post a Comment