গানের গলা বেশ ভালো তার
হাতের লেখাও আছে,
কবিতা দিয়ে বাহবা পেলো
সব লোকের-ই কাছে।
সে দিনের সে ছোট্ট ছেলে
নয়তো ছোট আজ,
ছাপিয়ে তার কবিতা সে
দেখিয়ে দিলো কাজ।
দোয়া করি বন্ধু তুমায়
অনেক বড় হবে,
শেষ করে সব স্বপ্ন তুমার
থামবে তুমি তবে।
"লেখা প্রকাশিত হওয়ায় জুবায়ের কে অভিনন্দন "
৩ মে ২০১৬
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
Post a Comment