বন্ধু মানে মন নদীতে
জেগে উঠা চর,
বন্ধু মানে আপন স্বজন
হবেনা যে পর।
বন্ধু মানে কঠিন রোদে
মাথার উপর ছায়া,
বন্ধু মানে করলে রাগ ও
করতে জানে মায়া।
বন্ধু মানে মনের সাথী
মনের আপনজন,
বন্ধু মানে পাশে থাকা
আত্মার-ই স্বজন।
বন্ধু মানে সুখের সময়
তার-ই পাশে থাকা,
বন্ধু মানে দুঃখের দিন
আগলে তাকে রাখা।
বন্ধু মানে যখন তখন
করা ঝগড়া ঝাটি,
বন্ধু মানে খানিক পরে
সব হয়ে যায় মাটি।
বন্ধু মানে মনের কথা
সবই তোকে বলা,
বন্ধু মানে জীবন মাঝে
একই সাথে চলা।
বন্ধু মানে দুষ্টুমি আর
কঠিন আড্ডাবাজী,
বন্ধু মানে তোর-ই কথায়
যখন তখন রাজি।
বন্ধু মানে মনের মাঝে
আগলে রাখা সুর,
বন্ধু মানে আছিস কাছে
থাকিস যতই দূর।
১০ই মে ২০১৬
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
Post a Comment