তব আগমনে সাহিত্য বাগে ফুটিল রঙিন ফুল,
জনম দিবসে স্মরি গো তুমায় প্রিয় কবি নজরুল।
আজিকের এই দিবসের মাঝে এসেছিলে চুরুলিয়া,
কষ্টের মাঝে কেটেছিল দিন হলে তুমি দুখু মিয়া।
মজিদে আযানে রুটির দোকানে কিংবা পালার গানে,
জীবনের তরী এগিয়ে নিতে যে লড়েছিলে সব খানে।
জীবনের টানে চুরুলিয়া ছেড়ে ঘুরেছিলে কত খানে,
তুমার জীবন যুদ্ধ কাহিনী সমাজে সবাই জানে।
ছিলে যাযাবর বুকের ভিতর দ্রোহের আগুন জ্বালি,
কারাগারে ঢুকে থামেনি কো কভু তব কলমের কালি।
চলে গেছো তবু রয়ে গেছে হেথা তুমার দ্রোহের গান,
তুমাকেই আজি স্মরণ করি হে বিদ্রোহী মহীয়ান।
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২৫ই মে ২০১৬ ঈসায়ী।
Post a Comment