ছারপোকা তুমি শুধু পোকা নও যেন এক সৈনিক,
সকাল বিকাল কামড়াও তুমি মোদের কে দৈনিক।
তুষকের নিচে বালিশে চাদরে বলো তুমি কোথা নেই?
যতই আমরা মারি তুমাদের কামড়াও ফির সেই।
বোতলে পানিতে ওষুধ মিশিয়ে ছিটায়ে যতই মারি,
ক্ষন পরে দেখি তুমরা আবার হাঁটিতেছো সারি সারি।
সামান্য কাছে পেলেই মোদের কামড়ানো করো শুরু,
তুমাদের ভয়ে বিছানায় যেতে কাঁপি মোরা দুরু দুরু।
পিপড়ার মতো ছোট্ট শরীর নিয়ে এসে কামড়াও,
মোদের রক্ত শুষে নিয়ে পেটে হাতী হয়ে ফিরে যাও।
আইলার ঝড়ে রুয়ানোর ঝড়ে কত কিছু যায় ঝরে,
এত কিছু ঝরে তুমরা কেন যে যাওনাকো সব মরে।
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২৮ই মে ২০১৬ ঈসায়ী।
Post a Comment