ঈদ মানে তো নতুন জামা
নতুন নতুন সব,
ঈদ মানে তো চারিদিকে
শুধুই খুশির রব।
ঈদ মানে তো খুশির জোয়ার
আনন্দের-ই দিন,
ঈদ মানে তো করবো খুশি
ফুর্তি সীমাহীন।
ঈদ মানে তো ধনী গরিবে
নেইকো ব্যবধান,
ঈদ মানে তো সবাই মিলে
আনন্দ সমান।
ঈদ মানে তো ফিরনি সেমাই
কোর্মা পোলাও আর,
ঈদ মানে তো পকেট ভরা
সেলামী সবার।
Post a Comment