চাও যদি তুমি এনে দিতে পারি ঐ আকাশের তারা, 
চাও যদি তুমি মেরে ফেলে দিব তুমার শত্রু যারা। 
 
তুমার মুখের টুকরো হাসি দেখিতে ব্যাকুল মন, 
তুমি-ই আমার প্রান প্রিয় সাথী তুমি আপনজন। 
 
চাও যদি তুমি ছেড়ে দিব আমি পৃথিবীর সব কিছু, 
চাও যদি তুমি ঘুরবো না আমি আর কারো পিছু পিছু। 
 
তুমার মুখের একটি কথায় জুড়িয়ে যায় যে প্রাণ, 
তুমার মুখের এক হাসিতেই শত দুঃখ হয় ম্লান। 
 
চাও যদি তুমি করবো না আর কথার বরখেলাপ, 
চাও যদি তুমি আর কখনো বন্ধ হবেনা আলাপ। 
 
তুমি হলে মোর মন বাগানের সর্বশ্রেষ্ঠ ফুল, 
বন্ধু হিসেবে বেঁছে তুমায় করিনি তো কোন ভুল। 
 
চাও যদি তুমি দিতে পারি আমি উত্তাল সাগরে ঝাঁপ, 
চাও যদি তুমি এনে দিতে পারি পৃথিবীর সব গোলাপ। 
 
 
 
শাহজাল উপশহর, সিলেট। 
০৪ টা জুন ২০১৬ ঈসায়ী। 
 

Post a Comment

 
Top