দেখতে গেলাম সাগর কন্যা
বসেছিলাম বাসে,
প্রথম সিটে বসছি আমি
মারুফ ছিলো পাশে।
যখন থেকে করেছিলাম
যাত্রাখানি শুরু,
হরেক রকম ঝামেলায় মন
কাঁপছে দুরুদুরু।
বৃষ্টি মোদের পিছু নাকি
মোরা বৃষ্টির পিছু,
ক্যামন করে ঘোরবো তখন
বুজছি নাতো কিছু।
যাত্রা হতেই পড়লো পিছে
মারুফ এবং নজীব,
তাদের ছেড়ে আমরা সবাই
ক্যামনে থাকি সজিব?
নদীর জলে ভেসে যখন
চলছি মোরা সবে,
অনেক মজা করছি তখন
সবার মনে রবে।
কেউ ঘুমালাম খাটের উপর
কেউ ঘুমালো নিচে,
তবু সবাই হাসিখুশি
যাচ্ছি মোরা বীচে।
বীচের মাঝে সবাই মিলে
অনেক মজা হলো,
যাওনি যারা তাদের এখন
ক্যামনে বুঝাই বলো।
দুদিন থাকলাম সেঞ্চুরিতে
সবাই হেসে খেলে,
যেখানেতে খাবার দাবার
অনেক সস্তায় মেলে।
পরের দিনের বিলাসিতা
হোটেল ডিলাক্স মাঝে,
সব সুবিধা পেলাম মোরা
কথায় এবং কাজে!!!
ফেরার পথে সাত্তার খানে
আরো বিলাসিতা,
কত মজা করেছিলাম
বুঝবি তোরা কি তা।
(ফুটননোট: সেঞ্চুরি, ডিলাক্স= হোটেল।
সাত্তার খান=লঞ্চ)
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
১০ই নভেম্বর, ২০১৬ ঈসায়ী।
Post a Comment