ও ভাই তুমার মাথায় কি?
সাপ ধরিতে যাও নাকি?
আমি গুনিন সাপ ধরি,
গর্ত থেকে বের করি।
সত্যি! তুমি সাপ ধরো?
ঝুড়ির ভিতর সাপ ভরো?
হ্যা গো খুকি সাপ ধরি,
সাপ দিয়েই খেলা করি।
কেমন করে বাজাও বীন?
সাপ কি নাচে তা ধিন ধিন?
দেখবে নাকি সাপের খেল?
কাঁপবে নাতো বুকের বেল?
সাপের খেলা দেখতে চাই,
তাতে আমার হোকনা যাই।
আচ্ছা খুকি ছাড়ছি সাপ,
খুলছি দেখো ঝুড়ির ঝাপ।
ওমা! এ তো দিচ্ছে শিস,
ওর মুখেতে নেই কি বিষ?
ধরার পরেই ভাঙি দাত,
হোক না যতই বিষের জাত।
তাইলে এ আর এমন কি,
বিষ ছড়াবার নেই ঝুঁকি।
ধরবে নাকি একটি বার,
দেখো কেমন ওজন তার।
না না বাবা ধরবো না,
হাতে নিয়ে দেখব না।
আজ তাহলে যাও চলে,
ডাকবো আবার শখ হলে।
০৯ই নভেম্বর, ২০১৬ ঈসায়ী।
Top
Post a Comment