আবার আসবো ফিরে,
সকালের শিশির বিন্দু হয়ে।
ঝরে যাবো, সূর্য গরম হওয়ার সাথে সাথে।
থাকবে আমার চিহ্ন, ঘাসের সজিবতায়।
 
আবার আসবো ফিরে,
সূর্যমুখী ফুল হয়ে, ঝরে যাবো সন্ধ্যা হলেই;
কেউ একজন ছিড়ে নিয়ে যাবে।
তার পড়ার টেবিলেই না হয় থাকবো বাসি হয়ে!
 
আবার আসবো ফিরে,
সন্ধ্যায় হাসনা-হেনা ফুল হয়ে।
অন্ধকার থেকেই সুগন্ধ দিবো সবাইকে;
মধ্যরাতেই না হয় আবার ঝরে পড়বো গোপনে! 
 
আবার আসবো ফিরে,
শ্বেত শুভ্র শিউলি ফুল হয়ে।
সূর্যোদয়ের সাথে সাথেই ঝরে যাবো।
থাকবো সখীর গলায় মালা হয়ে!
 
আবার আসবো ফিরে,
শেষ রাতের বকুল ফুল হয়ে।
ভোরেই ঝরে পড়বো, সখীরা এসে কুড়িয়ে নিবে;
বাসি হয়ার পরও সুগন্ধ দিয়েই যাবো!
 
আবারও আসতে চাইবো ফিরে,
কামিনী, গোলাপ, জবা কিংবা সন্ধ্যামালতী হয়ে।
যেভাবেই হোক, যে রুপেই হোক,
আমি আবার ফিরে আসবো
তোমার কাছে, হে প্রিয় স্বদেশ!
 
 
 
কুয়াকাটা, পটুয়াখালী।

Post a Comment

 
Top