তোমার লীলা আজব খেলা 
ক্যামনে বুঝি সাঁই?
দিবা রাতি ধ্যান করিগো
তোমায় যেন পাই।
 
তুমি মাশুক দাওনা আমায়
তোমার দয়ায় ঠাই,
তুমি ছাড়া মুক্তি দিবে
এমন কেহ নাই।।
 
অনেক পাপের পাপী আমি
কেমনে বুঝাই?
দিবা রাতি কাঁদি আমি,
তোমার ক্ষমা চাই।।
 
তোমার দয়ার ফকির আমি
আর কিছু না চাই,
বিচার দিনে দিও আমায়
তোমার ছায়ায় ঠাই।।
 
 
 
 
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২৫শে অক্টোবর, ২০১৬ ঈসায়ী।
 
 

Post a Comment

 
Top