ইচ্ছে হলেই যখন তখন
আকাশে
যাই উড়ি,
ইচ্ছে
হলেই যখন তখন
উড়াই
মনের ঘুড়ি।
ইচ্ছে
হলেই দূর আকাশে
উড়াই
রঙিন ফানুস,
স্বপ্ন
মাঝেই জড়াই ধরি
আমার
মনের মানুষ।
ইচ্ছে
হলেই যখন তখন
মনের
সুখে হেসে,
দূরের
দেশে যাই উড়ে যাই
স্বপ্ন
মাঝে ভেসে।
ইচ্ছে
হলেই কল্পনাতে
হই
তো আমি রাজা,
শত্রুদেরকে
দেই তখনি
ভীষণ
রকম সাজা।
ইচ্ছে
হলেই ভাবি আমি
একলা
একা বসে,
ভবিষ্যত
আর অতীত মাঝে
ঘুরে
বেড়াই চষে।
ইচ্ছে
হলেই কল্পনাতে
অনেক
কিছুই পাই,
মোহভঙ্গ
হলে পরে
দেখি
কিছুই নাই!
Post a Comment