এসো প্রিয়, তোমার সাথে
একটু সময় হাসি,
এসো প্রিয়, দেখো তোমায়
কত ভালোবাসি!
এসো প্রিয়, দুজন মিলে
বটের তলায় বসে,
এসো প্রিয়, গলা ভিজাই
দুজন, প্রেমের রসে!
এসো প্রিয়, তোমার সাথে
একটু সময় কাটাই,
এসো প্রিয়, উড়াই ঘুড়ি
হবে তুমি লাটাই?
এসো প্রিয়, যাই হারিয়ে
দূর অজানার দেশে,
এসো প্রিয়, দেব উড়াল
দিগন্তের ঐ শেষে।
এসো প্রিয়, একটু সময়
গল্প গুজব করি,
এসো প্রিয়, কল্পকথায়
সময়টা পার করি।
এসো প্রিয়, স্বপ্ন দেখি
ইচ্ছে যত আছে,
এসো প্রিয়, ধরে রাখি,
চলে না যাও পাছে!
শাহজালাল উপশহর, সিলেট।
১৩ই অক্টোবর, ২০১৬ ঈসায়ী।
Post a Comment