উদাস মাঝি বৈঠা হাতে
ভাবছে একলা বসে,
স্বপ্ন ফুল কি যাবে ঝরে
মুকুল থেকেই খসে!
ইচ্ছে আছে স্বপ্ন সাগর
পাড়ি দিয়ে যাবে,
পারবে কি না তাই নিয়ে সে
সারাটি দিন ভাবে।
ভাবতে ভাবতে যাচ্ছে কেটে
তারই সারা বেলা,
বসে থাকে, সে জন্য তার
কাজ জমেছে মেলা।
ভাবছে বসে ভাবছে আরো
ভাবছে অনেক বেশি,
করছে না কাজ এই বেলাতে
শক্ত যখন পেশি।
দুদিন পরে হবে বুড়ো
পারবেনা তো কিছু,
স্বপ্ন পূরন করতে চাইলে
এখনি নাও পিছু।
শক্ত হাতে বৈঠা ধরে
ছাড়ো নৌকাখানি,
দেখবে ঠিকই স্বপ্ন তুমার
পাচ্ছে হালে পানি!
পরিশ্রমে স্বপ্নতরী
পৌঁছে যাবে তীরে,
আনন্দতে ভাসবে তখন
তুমি, সুখের নীরে।
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০২রা অক্টোবর, ২০১৬ ঈসায়ী।
Post a Comment