চলো সখা, দুজন মিলে
শৈশবে যাই ফিরে,
চলো সখা, ঘুরে বেড়াই
সুরমা নদীর তীরে।
চলো সখা, আবার হাঁটি
গাঁয়ের ও পথ ধরে,
চলো সখা, বেলা কাটাই
শুধুই গল্প করে।
চলো সখা, একটু সময়
সুরমা নদীর জলে,
চলো সখা, ভিজাই শরীর
দুষ্টুমির-ই ছলে।
চলো সখা, ঝিনুক কুড়াই
গাঁয়ের ধারে বিলে,
চলো সখা, শাপলা তুলি
আবার দুজন মিলে।
চলো সখা, ক্রিকেট খেলি
টেপ টেনিসের বলে,
চলো সখা, সেই শৈশবে
যাই না ফিরে চলে!
শাহজালাল উপশহর, সিলেট।
১৪ই অক্টোবর, ২০১৬ ঈসায়ী।
Post a Comment