আমার হৃদয় জড়ায়ে রয়েছে কোন সে মায়ার জালে!
জানিনাতো আমি ফেঁসে গেছি কবে, আটকেছি কোন কালে?
হৃদয়ে আমার স্বাধীনতা নেই, নেই কোন অধিকার,
বুঝে নিও সবে পরাধীন আমি, শোন যদি চিৎকার।
কোন অজানায় হারিয়েছি মন, বুঝিনিতো কোন কিছু,
অন্ধের মত ছুটেছি শুধুই কোন সে মায়ার পিছু?
কোন আহবানে সাড়া দিল মন, কোন সে জাদুর সুরে!
কোন সে পাখির ডানা মাঝে চড়ি মন চলে যায় দূরে? 
 
 
 
 
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০২রা অক্টোবর, ২০১৬ ঈসায়ী।

Post a Comment

 
Top