ছোট্ট বেলার দিনগুলো সব
কোথায় গেল চলে,
সবাই মিলে খেলতে যেতাম
একটু সুযোগ হলে।
 
খাতার পাতায় নামটি লিখে
চোর পুলিশের খেলা, 
লাদেন বোমা কিনতো সবাই
হতো যখন মেলা।
 
বিদ্যালয়ে গিয়ে হতো
কলম ঠেলাঠেলি,
মেঘলা দিনে কাটতো বেলা
সাপলুডুতে খেলি।
 
বাঁশের গোঁড়া দিয়ে হতো
লাঠিম খেলা শুরু,
একই সাথে দুষ্টুমিতে
ছিলাম নাটের গুরু।
 
দশ টাকাতে ঘুড়ি কিনে
লাটাই বেঁধে তাতে,
উড়াই দিতাম আকাশ পানে
সবাই নিজের হাতে।
 
কাগজ দিয়ে নৌকা হতো
আরো হতো পাখি,
কাদাজলের সাথে ছিলো
মোদের মাখামাখি।
 
ক্রিকেট খেলায় ব্যাটিং নিয়ে
ঝগড়া হতো সবে,
আমার ব্যাটিং দিলেই পরে
সবার খেলা হবে !
 
ছোট্ট বেলার দিনগুলো সব
ভীষণ মনে পড়ে,
সেসব দিনে যাই ফিরে যাই
কল্পনার-ই ঝড়ে।
 
 

বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৩০শে সেপ্টেম্বর, ২০১৬ ঈসায়ী।
 

Post a Comment

 
Top