কোথায় গেলো বিয়ের পালকি
কই হারিয়ে গেলো?
নববধূ নিতে জামাই
গাড়ী নিয়ে এলো।
কোথায় গেলো বিয়ের দিনের
মাঠে বসে খাওয়া,
কোথায় গেলো জামাই বাবুর
হাজার মালা পাওয়া?
কোথায় গেলো বরের সাথে
চুন আর দুধের খেলা,
কোথায় গেলে বর সাহেবের
ইটের শরবত গেলা?
কোথায় গেলো বরকে দেওয়া
কুনোব্যাঙ এর ছানা,
কোথায় গেলো বিয়ের দিনে
বরের জুতো টানা?
কোথায় গেলো আসর মাঝে
বরকে ধরা ধাঁধাঁ,
কোথায় গেলো বরের জামায়
নানান জিনিস বাঁধা?
কোথায় গেল বিয়ের আগে
বন্ধু স্বজন আসা,
কোথায় গেল বিয়ে মানেই
আনন্দতে ভাসা?
শাহজালাল উপশহর, সিলেট।
০৮ই সেপ্টেম্বর, ২০১৬ ঈসায়ী।
Post a Comment