ঐ পারেতে বন্ধুর বাড়ি 
মধ্যে বিশাল জল, 
বন্ধুরে না দেখতে পারায় 
আখি টলমল। 
 
                
নদীর ওপার বন্ধুর বাড়ি 
মধ্যে জলরাশি, 
বন্ধু আমার মনের রাজা 
ভীষণ ভালোবাসি। 
 
                 
বন্ধু বসে নদীর ওপার 
এ পারেতে আমি, 
তাকে কত ভালোবাসি 
জানেন অন্তর্যামী। 
 
               
 

শাহজালাল উপশহর, সিলেট। 
০৯ই সেপ্টেম্বর, ২০১৬ ঈসায়ী। 
 

Post a Comment

 
Top