আজি এই অবেলাতে
আমার মনের কোনে,
কে যেনো  বসে বসে
সময় শুধু গোনে।

আমারি মনের ভিতর
আছে কেন বসে?
সারাটি হৃদ মাজারে
বেড়াচ্ছে সে চষে।

কোন সে সুদূর থেকে
আসলো আমার মনে,
আমিতো ঘর বিরাগী
চাই যেতে চাই বনে।

এসে মোর মনের মাঝে
গড়লা বসত বাড়ি,
ঘর বিরাগী মানুষ আমি,
দাওনা আমায় ছাড়ি!


বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০৪ঠা সেপ্টেম্বর, ২০১৬ ঈসায়ী।

Post a Comment

 
Top