আগের মতো পুকুর পাড়ে
ডাহুক কি আর আসে,
আগের মতো ঝিলের জলে
হাস ছানা কি ভাসে?
আগের মতো গাঁয়ের ছেলে
যায় কি বিলের ধারে,
কাশ ফুলে কি আগের মতো
ফুঁটে নদীর পারে?
আগের মতো গাঁয়ের বঁধু
কলসি কাঁখে নিয়ে,
জল আনিতে যায় কি তারা
নদীর পারে দিয়ে?
আগের মতো গাঁয়ের কৃষক
যায় কি ধানের ক্ষেতে,
আগের মতো উঠে কি আর
নবান্নতে মেতে?
আগের মতো বিয়ে বাড়ি
হয় কি গাওয়া গীত,
আগের মতো মাঘ মাসেতে
লাগে কি আর শীত?
আগের মতো শীতের দিনে
হয় কি খাওয়া পিঠা,
খেজুর গাছে তালের রসে
যায় কি পাওয়া মিঠা?
আগের মতো দাদু নানু
কয় কি কিচ্ছা কথা,
আগের মত আসল জিনিস
পাও কি যথাতথা?
আগের মতো মানুষ কি আর
আছে এমন ভালো,
আগের মতো এক বিপদে
হয় কি সবাই কালো?
আগের মতো গাঁয়ের ধারে
বসে কি আর মেলা,
আগের মতো হয় কি এখন
নানান রকম খেলা?
আগের মতো গাঁয়ের ছেলে
পায় কি লাটাই ঘুড়ি,
আগের মতো গাঁয়ের মাঝে
হয় কি চিড়া মুড়ি?
আগের মতো কোন কিছুই
নাইতো এখন ভবে,
তাইতো আজি অশান্তিতে
পড়ছি মোরা সবে।
শাহজালাল উপশহর, সিলেট।
০৮ই সেপ্টেম্বর, ২০১৬ ঈসায়ী।
Post a Comment