ভাবছি বসে জীবন নিয়ে এই বেলা,
অনেক কিছুই হয়নি করা ঋণ মেলা।
জীবন নদীর দুই ধারেতে উঠছে ঢেউ,
এমন বিপদ আশেপাশে নেইতো কেউ।
কেউ কি এসে ধরবে আমার হাত খানা?
হবে আমার মাথার উপর ছাঁদ খানা।
ছাঁদ হয়ে সে থাকবে সেথা জীবন ভর,
আঁধার মাঝে সে-ই হবে রবির কর।
রবির মতো দেখাবে সে পথ আমায়,
আমার কাজে সে যেনো তার শির ঘামায়।
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০৫ই সেপ্টেম্বর ২০১৬ ঈসায়ী।
Post a Comment