কি সব দিয়ে দিচ্ছি ভরে আমার মনের দিনলিপি,
কেমন করে খুললো হঠাত ছন্দ ছড়ার মুখ ছিপি?
সকাল বিকেল ভাসছে মাথায় লিখছে সবই মন খাতা,
একে একে যাচ্ছে ভরে দিনলিপির-ই সব পাতা।
 
 
 

বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়। 
০৫ই সেপ্টেম্বর ২০১৬ ঈসায়ী।
 

Post a Comment

 
Top