এই পৃথিবীর নানান জাগায়
নানান রকম বেশে,
থাকছে দেখো কত মানুষ
কাটাচ্ছে দিন হেসে।
পশ্চিমে যাও ঠান্ডা বেশি
মধ্যে গেলে মরু,
পূর্বে আবার গরম ও শীত
আফ্রিকাতে তরু।
ঠান্ডা দেশের মানুষ আবার
রঙ্গে দেখো সাদা,
আফ্রিকাতে গেলে পাবে
গায়ে যেন কাদা।
পূর্বে আবার মিশ্র কালার
সবার মাঝে পাবে,
সবাই সুন্দর দেখবে তুমি
আরব যখন যাবে।
সারা বছর বৃষ্টি পাবে
সিংগাপুরে গেলে,
মাথার উপর সর্বদা রোদ
আরব দেশে মেলে।
বাংলাদেশে ছয়টি ঋতু
তিনটি আরব দেশে,
বৃটেন দেশে মাত্র দুটি
সারা বছর শেষে।
এই পৃথিবীর নানান কোণে
নানান রকম খেলা,
এমন করেই চলছে মোদের
জগত নামের মেলা।
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০৪ঠা সেপ্টেম্বর, ২০১৬ ঈসায়ী।
Post a Comment