কোন সে রুপসী বারে বারে মোর কল্পনাতে  আসে?
কোন সে মানবীর ছবিখানা মোর হৃদয় মাঝে ভাসে?
কোন সে ললনা হরিণীর মত এত চঞ্চল ছুটে?
কোন সে প্রেয়সী ফুল হয়ে মোর মন বাগানে ফোটে?
কোথা থেকে সে আসে হৃদ মাঝে কোথায় বা যায় চলে?
আমার-ই হৃদয়ে আমাকেই সে ফাঁকি দেয় কোন ছলে?
 

Post a Comment

 
Top