দাও ঢেলে দাও প্রেম যত আছে
তোমার মনের মাঝে,
কবিতার প্রেমে থাকনা মজিয়া
প্রতিটি সকাল সাঁঝে।
কবিতাকে যেবা চিনিয়াছে আজি
প্রেম চিনিয়াছে সেই,
কবিতার চেয়ে ভালো কোন প্রেমী
জগত মাঝেতে নেই।
কবিতার সাথে সংসার বাঁধি,
কবিতার মাঝে সুখ,
কবিতারে নিয়া ভাবিতে ভাবিতে
যায় কেটে যায় দুখ।
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০৪ঠা সেপ্টেম্বর, ২০১৬ ঈসায়ী।
Post a Comment