কল কল তানে ছুটে চলা ঐ
সুরমা নামের নদী,
তারি বুক মাঝে হেসে খেলে বেড়ে
উটিয়াছি নিরবধি।

সকাল বিকাল নদী বুক মাঝে
ঘুরিতে যেতাম কত,
ক্রিকেট খেলায় মত্ত সবাই
হইতাম কত শত।

সেই নদী তীরে গ্রামখানি মোর
তিনচটি যার নাম,
মুনি ঋষি কত আসিয়াছে সেথা
ছাড়িয়া গিয়াছে ধাম।

প্রকৃতি বলো মানুষই বলো
সবি সুন্দর হেথা,
মায়া মমতায় জড়ায়ে রয়েছে
গ্রাম খানি মোর যেথা।

সেই গ্রামেরই ধুলাবালি মেখে
কাটিয়েছি আমি বেলা,
সুযোগ পেলেই বন্ধুরা মিলে
হইতো ক্রিকেট খেলা।

খেলা মাঝে কত মারামারি হতো
বন্ধুরা সবে মিলে,
ক্ষন পরে সবে যেতাম আবার
নাইতে গাঁয়ের বিলে।

মায়াভরা মোর সেই গ্রামখানি
ছাড়িয়া রয়েছি দূরে,
তারি লাগি হায় পরান আমার
কাঁদিছে ব্যাকুল সুরে।


বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২২শে সেপ্টেম্বর, ২০১৬ ঈসায়ী।

Post a Comment

 
Top