ঘুমের মতো এমন সুধা 
আছে কি আর ভাই, 
ক্লিষ্ট দেহের জ্যাম সরাতে 
ঘুমাই মোরা তাই। 
 
ঘুমের মাঝেই শক্তি যোগাই 
ক্লান্ত যদি হই, 
সুযোগ পেলেই লম্বা সময় 
ঘুমের মাঝেই রই। 
 
ঘুমের মাঝেই বিমানে যাই 
অনেক দূরের পথ, 
যেথায় খুশি যাই তো সেথা 
নেইনা কারো মত। 
 
স্বপ্ন মাঝেই আসেন বাবা 
আসেন নানাভাই, 
নানু খালা সবার সাথে 
স্বপ্নে দেখা পাই। 
 
গেছেন যারা মোদের ছেড়ে 
অনেক অনেক দূর 
ঘুমের মাঝেই আসেন তারা 
পাই যে তাদের সুর। 
 
ঘুমের মাঝে শান্তি খুঁজি 
চিন্তা যদি পায়, 
ঘুমের মাঝে সকল চিন্তা 
দূরে সরে যায়। 
 
ঘুমাতে তাই লাগে ভালো 
সব থেকে মোর বেশ, 
ছুটির দিনে তাইতো আমার 
হয়না ঘুমের শেষ। 
 
 
 
শাহজালাল উপশহর, সিলেট। 
০৭ই সেপ্টেম্বর, ২০১৬ ঈসায়ী। 
 

Post a Comment

 
Top