মন চলে যায় উড়াল দিয়ে ঐ না দূরের গাঁয়ে,
যেখানেতে হাঁটতে গেলে দূর্বা লাগে পায়ে।
যেখানেতে ডাহুক ছানা ডাকে পুকুর পাড়ে,
যেখানেতে হলদে পাখির সুরে হৃদয় কাড়ে।
যেখানেতে দোয়েল, শ্যামা, বাবুই, টিয়া ডাকে,
যেখানেতে কাকতাড়ুয়া দাড়ায় ধানের ফাঁকে।
সেখানেতে শিশুরা সব ধানকাউনের ক্ষ্যাতে,
সকাল সন্ধ্যা খেলে তারা আনন্দতে মেতে।
সেই গাঁয়েতে কিশোরেরা একটু সময় পেলে,
ডাংগুলি আর গোল্লাছুটে সময় কাটায় খেলে। 
সেই গাঁয়েতে কিষাণরা সব থাকে ক্ষ্যাতের মাঠে,
সোনার ফসল তুলতে ঘরে সারাটি দিন খাটে। 
সেই গাঁয়ের-ই পূর্ব পাশে আছে একটি নদী,
দেখতে পাবে তোমরা সবাই সেখানে যাও যদি।
সেই সোনা গাঁয় পড়ে আছে আমার ছোট্টবেলা,
মাঘ মাসেতে বসে আজো কত রকম মেলা।
সেই গাঁয়ের-ই মাটি আমায় ডাকছে ভীষণ করে,
তাইতো হৃদয় সারাটি ক্ষন সেই মাটিকেই স্মরে। 
 
 
 

বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০৫ই সেপ্টেম্বর, ২০১৬ ঈসায়ী।

Post a Comment

 
Top