চাঁটগারে আজ নিজ চোখে দেখে
মুগ্ধ হলাম খুব,
মন চায় আজ কর্ণফুলীর
জল মাজে দেই ডুব।
পীর বায়োজিদ সাথে আরো কত
আউলিয়া  গন এসে,
পথে পথে হেটে মুক্তির বানী
ছড়িয়ে দিলেন হেসে।
একাত্তরের সেই কালো দিনে
ধরেছিলো যারা হাল,
তাদের তরেই স্মরনীয় হয়ে
থাকবে, তা চিরকাল।




দামপাড়া, হাটাজারি, চট্রগ্রাম।
২১ শে অক্টোবর, ২০১৬ ঈসায়ী।


Post a Comment

 
Top