উদ্যম নিয়ে চলছো যুবক
স্রোতের সাথে মিশে,
জীবন নিয়ে স্বপ্ন তুমার
ভুলিয়ে দিলো কিসে?
 
গা ভাসিয়ে ভাটির টানে
যাচ্ছো কোথায়, জানো?
দুদিন পরে পাবে নাকো 
তীর, যতই দাঁড় টানো।
 
ভাটার টানে ভাটির স্রোতে 
পড়বে সাগর মাঝে,
চিৎকার কিংবা আফসোস তখন
আসবেনা আর কাজে।
 
 
 

বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়। 
১৮ই নভেম্বর, ২০১৬ ঈসায়ী
 
-

Post a Comment

 
Top