এভাবে দিনের শেষে
ফিরে আসি নিজ বেশে
ভাষার মায়ায় আর নাই,
ভাষা সেতো এক দিনই
দিন দিয়ে তাকে চিনি
একুশ এলেই তবে, ভাই।

বাকি সব দিনে আমি
ইংলিশে উঠি নামি
হিন্দিতে বলি কথা রোজ,
আমি তবু ভাষা প্রেমী!
ভিনদেশি ভাষা চুমী
নেই নাকো বাংলার খোঁজ!

একুশের দিন এলে
চলে যাই দলবলে
বেদীতে পরিয়ে দেই মালা,
একদিনই ভাষা প্রেম
ভিনদেশি ভাষা হেম!
বাংলায় মেরে দেই তালা!


বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২১শে ফেব্রুয়ারি, ২০১৭ ঈশায়ী।

Post a Comment

 
Top