বাগানের ঐ শ্রেষ্ঠ গোলাপ
তোমায় দিবো বলে,
চুপিসারে কত অন্ধকারেই
বাগানে গিয়েছি চলে।
 
লাল টুকটুক পদ্মফুল টা
তোমায় দিবো বলে,
শীতের মাঝেই ঝাঁপিয়ে পড়েছি
মনু বিলের জলে।
 
দোকানের সেই সোনালি কাঁকন
তোমায় দিবো বলে,
মা'র কাছ থেকে পয়সা এনেছি
কতনা কৌশলে! 
 
চকচকা ঐ রুপোলী নূপুর
তোমায় দিবো বলে,
টাকার জন্য নাম লিখালাম
পালা গানের দলে! 
 
ঝকঝকা ঐ জোছনার আলো
তোমায় দিবো বলে,
এনেছি তোমায় ছাঁদের উপরে
নানা রকম ছলে! 
 
 

বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২৩ই ফেব্রুয়ারি, ২০১৭ ঈসায়ী।

Post a Comment

 
Top