প্রভু গো তোমার স্মরণ, আমার
হৃদয়ে দাওনা ভরে,
তনুমন সব, সারাদিন যেন
তোমাকেই শুধু স্মরে।
বিপথে যেন গো না যাই কভুও
তোমার সুপথ ছাড়ি,
তোমায় না পেলে চাইনা তো আমি
সম্পদ কাড়ি কাড়ি।
অভাব দিওনা কভুও আমায়,
ধন দিও পরিমিত,
রোজ কিয়ামতে করে দিও মোরে
রাসুলের পরিচিত।
দাও যদি ধন, সাথে দিও মন
গরিব লোকের 'পরে,
দান করি যেন সকাল সন্ধ্যা
খুশি মনে অকাতরে।
পৃথিবীতে তুমি সম্মান দিও
দিও মান আখিরাতে,
তুমি ছাড়া আর কারো দুয়ারের
ফকির হইনা যাতে।
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
১১ই ফেব্রুয়ারি, ২০১৭ ঈসায়ী।
Post a Comment