পালোয়ান কোথায় আমার ঢাল তলোয়ার আজকে আবার করবো লড়াই, ক্যামনে আমি সইবো এসব কাপুরুষরা করবে বড়াই! ঢাল তলোয়ার নাই বলে আজ যায়নি ক্ষয়ে শক্ত বাহু, চারদিকে আজ দেখছি চেয়ে গ্রাস করেছে কঠিন রাহু! আছি আমি আগের মতই, চুপ আছি, তাই ভাবছো মরা! গর্জে যদি উঠি আবার থরথরিয়ে কাঁপবে ধরা। তোমরা যত বীর পালোয়ান! সবাই মিলে আসলে তবে, সব ক'টাকে করলে জমা আমার একটা নাস্তা হবে। বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৯শে মে ২০১৭ঈসায়ী। পালোয়ান কোথায় আমার ঢাল তলোয়ার আজকে আবার করবো লড়াই , ক্যামনে আমি সইবো এসব কাপুরুষরা করবে বড়াই! ঢাল তলোয়ার নাই বলে আজ যায়নি ক্ষয়ে শক্ত বাহু ... Read more »
আশা ১ দাওনা ছেড়ে বাঁধ ভাসুক স্বপ্নতরী হতাশার জাল ছিড়ে আবার স্বপ্ন ধরি! ২ আশা নাকি মরীচিকা নিন্দুকেরা বলে আমি দেখি জীবন আমার আশার উপর চলে। ৩ আশার মাঝে জীবন আশাতেই পথচলা তাইতো সকাল সন্ধ্যা শুধু আশার কথা বলা। ৪ হতাশা ভুলে যেতে চাই দেখতে চাই স্বপন পোড়া হৃদয়ে করে যাই আশার বীজ বপন। ৫ খুব বেশি দিন নেই মৃত্যু করছে তাড়া তবুও বাঁচার আশা করছিনা হাতছাড়া। বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়। ১৭ই মে ২০১৬ ঈসায়ী। আশা ১ দাওনা ছেড়ে বাঁধ ভাসুক স্বপ্নতরী হতাশার জাল ছিড়ে আবার স্বপ্ন ধরি! ২ আশা নাকি মরীচিকা নিন্দুকেরা বলে আমি দেখি জীবন আম... Read more »
পরিক্ষা ১ ঝাউয়ের বনে শন শন বাতাস ঝিরি ঝিরি পড়ায় আমায় মন বসেনা কি যে আমি করি! ২ জোছনা রাতে চাঁদের আলো ভীষন ভালো লাগে পড়তে কেন মন বসেনা পরিক্ষার-ই আগে। ৩ দু দিন পরে পরিক্ষা সেমিস্টার ফাইনাল এখনো বসিনা পড়ায় হয়ে গেছি টাল! ৪ কাঁঠাল চাপার গন্ধ নেই পড়ায় মন বসেনা তবু না পড়ে পরিক্ষা দিয়ে ফেল করিনি কভু! আবু সালে মাসুম আহমদ বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয় ১৫ই মে ২০১৬ ঈসায়ী। পরিক্ষা ১ ঝাউয়ের বনে শন শন বাতাস ঝিরি ঝিরি পড়ায় আমায় মন বসেনা কি যে আমি করি! ২ জোছনা রাতে চাঁদের আলো ... Read more »