শরাবে এখন ধরে নাতো নেশা
সাকীর এখন নেই প্রয়োজন,
প্রেমিকার সাথে হয় নাতো মেশা
ক্ষয়ে গেছে আজ তনু ও মনন।
পানশালা আর টানেনা আমায়
নর্তকী নাচ দেখছিনা তাই ;
জানিনা আমায় কে-ই বা থামায়,
উড়াই না আর নিজের কামাই।
মদিরাকে দেখে হইনা অধীর
ভুলে গিয়েছি আমি চক্ষু বাণ,
প্রেমালাপ নেই, হয়েছি বধির
নেইতো এখন মান অভিমান।
প্রেয়সীর ডাকে হইনা উতলা
হয়ে গেছি আমি কাঠেরপুতুল,
প্রেমগীতি গেয়ে ভাঙ্গিনা গলা
পরিপাটি করা হয় নাতো চুল!
শরীর বুড়ো নাকি আমার মন
বুড়ো, পাইনা খুঁজে তার জবাব,
আগের মতন নেইতো এখন
পাল্টেছে আজ আমার স্বভাব।
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
১১ই মার্চ, ২০১৭ ঈসায়ী।
Post a Comment