লম্বা একটি ঘুমের শেষে
সকাল বেলা উঠলে জেগে,
দেখছি তুমি পরীর বেশে
ঘুরছো আকাশ সাদা মেঘে।
ডাকছি যখন এদিক এসো
যাচ্ছো তুমি আরো দূরে,
বলছো আমায়, ওদিক বসো,
কঠিন করে, রাগী সুরে।
লক্ষী সোনা রাগ করোনা
আসো ফিরে আমার কাছে,
"ওমন করে ভান ধরোনা,
স্বভাব তোমার জানা আছে।
বলছি আমি, রাগলে কেন
করছি আমি এমন কি আর!
বললে তুমি, "খোকা যেন!
কত কিছু, বলবো কি তার! "
হঠাৎ করে মেঘের ভীড়ে
কই হারালে? পাইনা খুঁজে,
গেছো কোথায়? কোন সে নীড়ে?
স্বপ্নে খুঁজি দুচোখ বুজে।
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৩১শে মার্চ ২০১৭ ঈসায়ী।
Post a Comment