চারদিকে তার জলরাশি
মধ্যে পাহাড় সারি সারি,
প্রভুর অপার সৃষ্টির খেলা
জলা-পাহাড় কাঁঠালবাড়ি।
দেখে এলাম এইতো সেদিন
আমরা কজন সখা মিলে
অপরুপ সে দৃশ্যখানি
তৃপ্তি মিটায় আপন দিলে।
চারদিকে তার জলরাশি
মধ্যে পাহাড় সারি সারি,
প্রভুর অপার সৃষ্টির খেলা
জলা-পাহাড় কাঁঠালবাড়ি।
দেখে এলাম এইতো সেদিন
আমরা কজন সখা মিলে
অপরুপ সে দৃশ্যখানি
তৃপ্তি মিটায় আপন দিলে।
Post a Comment