এমন দিনও আসে!
কাছের বন্ধু দূরে গিয়ে
দাত কেলিয়ে হাসে!
এমন দিনও আসে!
আপন মানুষ দূরে সরে
পরকে ভালোবাসে!
এমন দিনও আসে!
মাথার জিনিস পায়ে পড়ে
লুটোয় পথের ঘাসে!
এমন দিনও আসে!
প্রিয়জনের পাইনা দেখা
পুরো একটি মাসে!
এমন দিনও আসে!
সুগন্ধতে মন ধরেনা
যাইনা ফুলের পাশে!
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০১লা মার্চ, ২০১৭ ঈসায়ী।
Post a Comment