পাপেৱ জীবন চাইনি কখনো
ঝরে যাবে সব আশা!
কখনো চাইনি এমন জীবন
হারাবো দ্বীনের ভাষা!
চাইনি এমন পাষানের মন,
ভুলে যাবে তার প্রভু,
দুনিয়ার কাছে দ্বীনকে হারাবে!
চাইনি তো আমি কভু।
চাইনি এমন পাপের হৃদয়
লোভে ভরা দুটি চোখ!
চাইনি এমন ভয় ডর হীন
হিংসায় ভরা বুক!
চাইনিতো কভু মসজিদ ছেড়ে
কাটুক সময় রুমে,
চাইনিতো প্রভু, আলসে সকাল
ফজর কাটবে ঘুমে!
চাইনি এমন বিলাসী দুপুর
অলস সন্ধ্যাবেলা,
এমন দিন তো, কখনো চাইনি
নামাজে করবো হেলা!
এমন সময় চাইনি কখনো
ঘুমে ঘুমে যাবে দিন!
চাইনি এমন জীবন ডায়েরী
পাপেতে হোক মলিন!
দয়াময় প্রভু, দাওনা আমায়
মনের মতন দিন,
থাকবো যেখানে হাসিখুশি নিয়ে
পাপের বোঝা বিহীন।
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০৬ই মার্চ, ২০১৭ ঈসায়ী।
Post a Comment