শিহাব ধ্রুব
শিক্ষা শান্তি প্রগতির পথে এগিয়ে আছো যে তাই,
হাসি-মাখা মুখে মুগ্ধতা শুধু অপলক চেয়ে যাই;
বড় হও তুমি, এই দোয়া শুধু তোমার জন্য ভাই।
ধ্রুব তারকার উজ্জ্বলতায় জীবন রাঙিয়ে নিও,
বলি এতটুকু, দাদা হিসেবেই মনেতে আসন দিও।
১১-১২-২০১৭
Post a Comment