এক্রোস্টিক কাব্য
(আরিফুল ইসলাম)
আজকের দিনে অবিশ্বাসের প্রশ্ন যেসব জাগে,
রিপু করে সব সুন্দর করে দিচ্ছে সবার আগে।
ফুৎকারে যারা সত্য মুছতে চেষ্টা করছে রোজ,
লক্ষ্যভ্রষ্ট এসব মনের নিয়মিত রাখে খোঁজ।
ইদানীং লোকে ভুল কথা দিয়ে ছড়ায় ভ্রান্তি, মনে,
সকল কথার উত্তর আছে তার কাছে সযতনে।
লা-শরিকের সাক্ষ্যের কথা ছড়ায় গর্বভরে,
মনের চাহিদা হোক তার পাওয়া, ইচ্ছে মতন করে।
২৩-১২-২০১৭
Post a Comment