যুবাইর এহসান হক
যুগের খবরে সচেতন তিনি, নিয়মিত নেন জেনে,
বাদ যায়না তো কোন কিছু তার জানেন নিয়ম মেনে।
ইরাক ইরান সৌদ সিরিয়া মধ্যপ্রাচ্য সব,
রয়না কিছুই, সব নিয়ে তিনি লিখেন অসম্ভব।
এযাবৎ কালে যত কিছু ঘটে রাখেন খবর, আর;
হয়েছে বা হবে, সবকিছুতেই সমান দৃষ্টি তার।
সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন সহজ ভাষায় করে
নয়া যুবরাজ হাঁটছে যে পথে তাও দিয়েছেন ধরে।
হচ্ছে যা কিছু ফিলিস্তিনের জেরুজালেমকে নিয়ে,
কত সুন্দরে লিখেছেন তিনি যুক্তির ভাষা দিয়ে।
ইউনিভার্সিটিতে আমার প্রিয় স্যার।
অমায়িক, ছাত্রবান্ধব, জ্ঞান সাধক এবং এককথায় আমার দেখা একজন অসাধারণ ব্যক্তিত্ব।
Post a Comment