
ফরীদুদ্দীন
ফজরের আগে ঘুম থেকে জেগে দাঁড়ান জায়নামাজে,
রীতি করে তিনি খোদার দুয়ারে কাঁদেন সকাল সাঁঝে।
দুনিয়ার মোহ নেই বেশি তার, এড়িয়ে চলেন পাপ,
দরাজ দিলের অধিকারী তিনি, মুখে আছে তার ছাপ।
দীনহীনে তিনি খুবই সদাশয়, গরিবের তিনি ভাই,
নত মস্তকে খোদার আশিক, দান করে যান তাই।
পিনিক জোন
০৪-১২-২০১৭
Post a Comment