এইখানে, এই ব-দ্বীপে, অনেক দিন আগে 
ছিল মানুষের বাস,
হ্যা, তারা দেখতে আমাদেরই মতো ছিলো।
না না অবাক হওয়ার কিছু নাই!
 
আমাদের আজকাল সবার কপালে শিং আছে;
যদিও তা দাজ্জালের কপালের লেখার মতো।
খালি চোখে সবাই তা দেখতে পাইনা, 
কিন্তু গুঁতোগুঁতি সবাই করি!
 
আমাদের জিহ্বা কুকুরের মত লম্বা লকলকে,
আমরা দিনরাত সেটা দিয়ে মনিবের (!) পা চাঁটি!
আর আমাদের বুকে আছে আগ্নেয়গিরি!
যা সারাদিন দাউদাউ করে জ্বলে হিংসায়।
আজকাল লেজ বেরুচ্ছে আমাদের
যদিও তা দাজ্জালের কপালের লেখার মতো,
খালি চোখে তা দৃশ্যমান নয়।
 
বিলুপ্ত 'টি-রেক্সে'  চোখ দিয়ে নাকি আগুন বেরুতো!
আমাদের চোখে আগুন আছে, কেবল হিংসার আগুন!
আমাদের আছে তৈলাক্ত বাঁশের বাগান,
আমরা কেউ-ই উপরে উঠার চেষ্টা করিনা।
আমাদের প্রতিযোগিতা কে কত নিচে নামতে পারি!!
 
এসব কিছুই ছিলোনা এই ব-দ্বীপের পূর্ব পুরুষদের,
তারা অতি সাধারণ মানুষ ছিলো।
যা হয়তো কখনো জানবেই না আগামির প্রজন্ম।
 
আমরা আজকাল আর হোমোসেপিয়ান নই!
এই ব-দ্বীপে আমরা এখন হোমো...... হওয়ার চেষ্টায়!
না, আমরা এখন আর মানুষ নই!
 
এইখানে, এই ব-দ্বীপে একদা মানুষ থাকতো!
 
 
 
 
১৪ই জুলাই ২০১৭
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
 
 

Post a Comment

 
Top