ইচ্ছে করে
দূর অজানার বিজন বনে
হারিয়ে যেতে আপনমনে
বানিয়ে সেথা ঘর,
যদিও সেথা দুঃখ আসে
থাকবেনা কেউ আমার পাশে
আপন কিংবা পর।
ইচ্ছে করে
দু হাত মেলে আকাশ পানে
উড়ে যেতে হাওয়ার তানে
পাখির মতন করে,
সাদা মেঘের ভেলায় চড়ে
অচিনলোকে যাবো উড়ে
স্বপ্নটাকে ধরে।
ইচ্ছে করে
হাসের মতন বিলের জলে
যাক না আমার সময় চলে
পদ্মফুলের সাথে,
পানির মাঝে করে খেলা
কাটিয়ে দিয়ে সারাবেলা
ফিরবো বাড়ি রাতে।
ইচ্ছে করে
ফিরে চলি শৈশবেতে
উঠবো আবার খেলায় মেতে
ছোট্ট বালক বেশে,
সময়টাকে থামিয়ে দিয়ে
ইচ্ছে সকল মিটিয়ে নিয়ে
থামবো না হয় শেষে।
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
৩০শে জুলাই ২০১৭
Post a Comment