ধাড়াক ধাড়াক!  ধিম ধিমা ধিম!! 
বাজছে দেখো ঢোল,
বনের ভিতর নাচছে সবাই
হচ্ছে যে শোরগোল!
বনের ভিতর চলছে খুশি
আজকে বিয়ের দিন,
সেই খুশিতে মাতছে সবাই
সাপে বাজায় বিন!
 
বনমোরগের বিয়ে হবে
কাঠবিড়ালির সাথে,
তাইতো বনে চলছে খুশি
পূর্ণিমার এই রাতে।
 
শিয়াল মশাই বিয়ের কাজি
বিড়াল বরের বাবা,
কাঠবিড়ালির কান্না দেখে
দিচ্ছে পিঠে থাবা।
 
কনের মাতা বিশাল হাতি
কাঁদছে মাতম করে,
শুঁড় দিয়ে সে অশ্রু ঝরে
সবাই গেল ভরে!
 
নাচছে বানর, হাসছে জিরাফ
গাইছে কোকিল গান,
পেখম মেলে নেচে ময়ুর
বাড়িয়ে দিলো মান!
 
পার্টি শেষে সবাই মিলে
করলো আশীর্বাদ,
নবযুগলে থাকুক সুখে
মিটুক মনের সাধ।
 
 
 
বিজয় একাত্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়।
২০শে জুলাই ২০১৭

Post a Comment

 
Top