হঠাৎ যদি যাই হারিয়ে
কোন দিনের শেষে,
আমার জন্য কাঁদবে নাকি
শোকে, উদাস বেশে?

আমায় কি আর করবে স্মরণ
বিকেল বেলার চায়ে,
কিংবা যখন একলা হাঁটো
বিজন পথে, গায়ে।

আমায় মনে করবে কি আর
উদাস দুপুরবেলা,
নাকি আমি বিলীন হবো
পেয়ে মনের হেলা?

Post a Comment

 
Top