সেদিন ভোরে হঠাৎ করে
উঠলো কেঁদে হাবু,
বললো মামা, "কি হয়েছে
কাঁদছো কেন বাবু?"
বললো হাবু, ঘুমের ঘরে
দেখছি আমি রাজা,
পাইক পেয়াদা সবই আছে
আরো লাগে যা যা!
তিন তিনটে রাণী আমার
সবাই পরীর মতন,
সকাল সন্ধ্যা সবাই মিলে
করছে আমার যতন।
জেগে উঠে তাকিয়ে দেখি
রাজপ্রাসাদ আর নাই,
শোন মামা, যে করেই হোক
প্রাসাদ আমার চাই।
হাবুর মাথায় হাত বুলিয়ে
শুইয়ে দিলেন মামা,
বললেন আবার হচ্ছো রাজা
কান্না এবার থামা।
Post a Comment